গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১৭ দিন পর ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকাল পৌনে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন নুর।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আরও জানান, ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই কয়েকজন চিকিৎসক দ্বারা একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। যে মেডিকেল বোর্ডে মো. আসাদুজ্জামান নিজেও ছিলেন। ওই রাতে চিকিৎসা কার্যক্রমের মধ্যেই জরুরি বিভাগে (ওসেকে) রাখা হয় তাঁকে। এরপর নুরকে ঢামেকের পুরাতন ভবনের চার তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা কার্যক্রম চলছিল। গতকাল ভিআইপি কেবিন থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। ২৯ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে আহত হন। পরে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে রাতেই ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।