ধীরগতির কারণে সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেট অংশের জমি অধিগ্রহণ এখনো শেষ না হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে। তবে নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই সিলেট অংশের ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জমি অধিগ্রহণের জটিলতার কারণে মহাসড়কের কাজ বিলম্বিত হচ্ছে। সম্প্রতি উর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা বৈঠক করেছি। আশা করছি ২-৩ মাসের মধ্যেই জমি অধিগ্রহণ শেষ হবে। ইতোমধ্যে বিদ্যুৎ, গ্যাসলাইনসহ ইউটিলিটি স্থানান্তরের কাজ শেষ হয়েছে।”
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়কের জন্য মোট ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। তবে এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র ১৫ শতাংশ, বাকি রয়েছে ৮৫ শতাংশ।
‘সাসেক ঢাকা-সিলেট করিডোর-৬ লেন সড়ক উন্নয়ন প্রকল্প’ ২০২১ সালে শুরু হয়, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। প্রকল্পটি শেষ হওয়ার কথা ২০২৬ সালে।
বিডি প্রতিদিন/হিমেল