নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ৮৪৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পূজা মণ্ডপসমূহে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন—নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী, জেলা এনসিপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টুসহ অনেকে।
বক্তারা বলেন, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। তারা গুজবে কান না দেয়ার আহ্বান জানান।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল জানান, পূজা উপলক্ষে ইতোমধ্যে দলের পক্ষ থেকে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে মণ্ডপ ঘিরে কাজ শুরু হয়েছে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশের নাগরিক, তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। জামায়াতও পূজাকে উৎসবমুখর পরিবেশে আয়োজনে সহযোগিতা করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে। প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
এছাড়া নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জেলার সেরা তিনটি পূজামণ্ডপকে সম্মাননা প্রদানের ঘোষণা দেন।
পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে ত্রাণ অধিদপ্তরের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল