উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণ ও সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে জেলার প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট অফিস জানায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৯৫ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘণ্টায় সুরমার পানি কানাইঘাটে ৮৩ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৫৫ সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি আমলসীদে ৪০ সেন্টিমিটার, শেওলায় ৩৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ১৯ সেন্টিমিটার ও শেরপুরে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে ২০২২ ও ২০২৪ সালের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ পূর্ববর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো এখনো অনেক স্থানে মেরামত হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ