সিলেটে র্যাবের হেফাজতে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। হেফাজতে থাকাবস্থায় ওই আসামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে র্যাব দাবি করেছে। রবিবার র্যাব-৯ সদর দপ্তরে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া তানভীর চৌধুরীর বাড়ি গাজীপুরে। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন। রবিবার তিনি সিলেটের শ্রীরামপুরের র্যাব-৯ এর সদরদপ্তরে কম্বল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যান বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, শনিবার সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে শ্রীরামপুরের র্যাব-৯ সদর দপ্তরে রাখা হয়। রবিবার সকালে রুমের ভেনটিলেটরের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তানভীর চৌধুরীর লাশ পাওয়া যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাকে গায়ে দেওয়ার জন্য যে কম্বল দেওয়া হয়েছিল সেটি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তানভীরের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।