এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে উত্তেজনা যেন থামছেই না। ম্যাচের দিন টসের সময় দুই দলের অধিনায়কের হাত না মেলানো এবং ম্যাচ শেষে সৌজন্য বিনিময় না করায় ক্রিকেট মহলে সমালোচনা চলছে।
এরই মাঝে দুবাইয়ে গত পরশু ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামে বিশেষ অতিথিদের গ্যালারিতে পাশাপাশি বসে আছেন জয় শাহ ও আফ্রিদি। বেশ হাসিমুখে কথা বলছেন দু’জন। জয় শাহর পাশেই বসে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। মাঝে একটি আসন দূরে বসে বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য অনুরাগ ঠাকুর। তিনিও জয় শাহ ও আফ্রিদির সঙ্গে বেশ হাসিমুখে কথা বলছিলেন।
ভিডিওটি চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বলে অনেকেই দাবি করছেন। সমালোচনা করে অনেকেই বলছেন, ভারতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের দাবি উঠেছে-এমন পরিস্থিতিতে তাদের মধ্যে এত হৃদ্যতা কোথা থেকে আসে?
আরেকজন বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা দেশ যখন ম্যাচটি বয়কটের ডাক দিয়েছে, তখন বিজেপির নেতা অনুরাগ ঠাকুর ও জয় শাহ শহীদ আফ্রিদি ও মহসিন নাকভির সঙ্গে মজা করছেন ও সময়টা উপভোগ করছেন।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও গত পরশু ভারত-পাকিস্তান ম্যাচের নয়। এটি গত ২৩ ফেব্রুয়ারির ভিডিও।
তখন দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচের এই ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটাকে এশিয়া কাপের ম্যাচের দৃশ্য ভেবে ভুল করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও পেহেলগামে সন্ত্রাসী হামলা হওয়ার আগের।
উল্লেখ্য, এশিয়া কাপে গত রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পায় ভারত। পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ম্যাচ বয়কটের দাবি তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটাররাসহ দেশটির ভক্ত-সমর্থক অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই