গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা এবং তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মুখী দাখিল মাদরাসার শিক্ষক সংখ্যা ২৮ জন। এ বছর দুটি প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন ২০ শিক্ষার্থী। তবে একজন শিক্ষার্থীও সে পরীক্ষায় পাস করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান।
তিনি জানান, কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদরাসায় শিক্ষক ১৩ জন। দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল সাত শিক্ষার্থী। তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মুখী দাখিল মাদরাসার শিক্ষক ১৫ জন। দাখিল পরীক্ষার্থী ছিল ১৩ জন। উভয় প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার পাস করতে পারেনি। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো মাদরাসায় আসেন না এবং ক্লাস নেন না। তাই ফলাফল এমন হয়েছে। কৃষ্ণপুর দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপার মো. হারুন-অর-রশীদ জানান, তার প্রতিষ্ঠানের ফলাফল তিনি এখনো দেখেননি। অন্যদিকে তিলকপাড়া তফেজান নেছা দ্বি-মুখী দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, এ দুটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার ব্যাপারে নোটিস দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।