গাজীপুরের কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড ফ্যাক্টরির শ্রমিক হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যায় আরও তিনজনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন-ওই কারখানার মো. রাশেদুল হাসান (৩৩), মো. শামীম আহমেদ (৩৭) ও কাওছার হোসেন (২৮)। এর আগে মঙ্গলবার বেল্লাল হোসেন ওরফে বেলাল (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী গতকাল এ তথ্য জানান।