নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- নাজমা বেগম (৪০) ও মেয়ে আফরোজা আক্তার (১৬)।