গাইবান্ধায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল পলাশবাড়ী ও সাদুল্যাপুরের একবারপুর থেকে তাদের আটক করা হয়। পলাশবাড়ীর হাজীপাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। এ ছাড়া সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ সাগর নামে একজনকে আটক করা হয়।