মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানকে পাথর বোঝাই ‘ডাম্পার ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’ গাড়ি হিসেবে আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সাম্প্রতিক সময়ে এই বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি আসিম মুনিরের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
ভারত ও পাকিস্তান মধ্যে সংঘাতের সময় মুনিরের নেতৃত্বের প্রশংসা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত মে মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষের সময় পাকিস্তানে সফররত সৌদি আরবের প্রতিনিধিদলের কাছে ইসলামাবাদের বীরত্ব সম্পর্কে গর্ব করার জন্য ফিল্ড মার্শাল একই উপমা ব্যবহার করেছিলেন।’
সোমবার লাহোরে অনুষ্ঠিত একটি সেমিনারে নকভি আরও জানান, ‘ফিল্ড মার্শাল তাদের বলেছিলেন- ভারত একটি চকচকে মার্সিডিজের মতো, কিন্তু আমরা পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাকের মতো। যদি তাদের মধ্যে সংঘর্ষ হয় তবে ফলাফল কী হবে তা কল্পনা করুন। এই কথা শুনে প্রতিনিধিদল চুপ হয়ে যায়।’
তথ্যসূত্র : জিও নিউজ ও দ্য হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শআ