জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (১৮ আগস্ট) জাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের সই করা এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বর্ধিত করা হলো। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে একদিন করে বাড়িয়ে যথাক্রমে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এইদিন বেলা ২ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে জমাদান।
উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ১ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন