ফেনীতে বিস্ময়করভাবে বাড়ছে মোবাইল ও এর সরঞ্জামাদির বাজার। রেমিট্যান্স অধ্যুষিত এ জেলায় প্রতিদিন বিক্রি হয় ১ কোটি টাকার বেশি মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ। এ খাতে জেলায় কর্মসংস্থান হয়েছে প্রায় ২ হাজার মানুষের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে মোবাইল ও যন্ত্রাংশের জন্য বিশেষায়িত বিপণিবিতান ‘মহিপাল প্লাজা’। সেখানে চারটি ফ্লোরে ছোট-বড় মিলিয়ে আছে দুই শতাধিক মোবাইল ফোন, এর যন্ত্রাংশ ও সরঞ্জামের দোকান। শুধু এ বিপণিবিতানেই নানাভাবে কর্মরত আছেন ৬ শতাধিক মানুষ। এ ছাড়া জেলা শহরের গ্র্যান্ড হক টাওয়ার, রাবি শপিং সেন্টার, সমবায় সুপার মার্কেট, জেলরোড ও স্টেশন রোডে আছে মোবাইল ফোনের আরও কয়েকটি বিশেষায়িত বিপণিবিতান। যেখানে শতাধিক দোকানে শুধু মোবাইল ও এর যন্ত্রাংশ বিক্রি হয়। শহরের অন্যান্য অলিগলি ও বাকি পাঁচ উপজেলায় আছে আরও ৩ শতাধিক মোবাইল ফোন ও সরঞ্জামাদির দোকান। প্রতিটি দোকানের মালিক, বিক্রয় কর্মকর্তা ও টেকনেশিয়ান মিলিয়ে কমপক্ষে তিনজন করে হলেও ২ হাজার মানুষ কর্মরত আছেন। ব্যবসায়ীদের হিসাব মতে ছোট-বড় দোকানগুলোর প্রতিটিতে দিনে কমপক্ষে ২০ হাজার টাকা বিক্রি হলেও পুরো জেলার ৬০০ দোকানে বিক্রির পরিমাণ দাঁড়ায় ১ কোটির বেশি। বিশেষ কিছুদিনে এর পরিমাণ আরও বেড়ে যায়। সুমন হাওলাদার নামে এক ব্যবসায়ী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মোবাইলের চাহিদা অনেক বেড়ে গেছে। প্রতিদিন ক্রেতা আসছেন। বিকিকিনিও ভালো হচ্ছে। মেহেরুন নেছা নামে এক ক্রেতা বলেন, অনেক দোকানে দেখেশুনে ভালো মোবাইল ফোন কিনতে পারছি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, স্মার্ট মোবাইল ফোন কিনতে হলে অবশ্যই ইএমআই নম্বরটি দেখে এবং নিকটস্থ থানায় জানিয়ে কেনা উচিত। সরকারি নিয়ম (বিটিআরসি) অনুসরণ করতে ক্রেতা-বিক্রেতাদের প্রতি অনুরোধ জানায় তিনি। ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে সম্ভাবনার অনেক গল্প থাকলেও কিছু সংকটের কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, আন-অফিসিয়াল ফোনগুলো বিকিকিনির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিলে প্রকৃত ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। অবৈধ মোবাইল ফোন প্রবেশ ঠেকাতেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
ফেনীতে দৈনিক বিক্রি কোটি টাকার মোবাইল ও সরঞ্জাম
এ খাতে কর্মসংস্থান হয়েছে ২ হাজার মানুষের
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর