ফেনীতে বিস্ময়করভাবে বাড়ছে মোবাইল ও এর সরঞ্জামাদির বাজার। রেমিট্যান্স অধ্যুষিত এ জেলায় প্রতিদিন বিক্রি হয় ১ কোটি টাকার বেশি মোবাইল ফোন ও এর যন্ত্রাংশ। এ খাতে জেলায় কর্মসংস্থান হয়েছে প্রায় ২ হাজার মানুষের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে মোবাইল ও যন্ত্রাংশের জন্য বিশেষায়িত বিপণিবিতান ‘মহিপাল প্লাজা’। সেখানে চারটি ফ্লোরে ছোট-বড় মিলিয়ে আছে দুই শতাধিক মোবাইল ফোন, এর যন্ত্রাংশ ও সরঞ্জামের দোকান। শুধু এ বিপণিবিতানেই নানাভাবে কর্মরত আছেন ৬ শতাধিক মানুষ। এ ছাড়া জেলা শহরের গ্র্যান্ড হক টাওয়ার, রাবি শপিং সেন্টার, সমবায় সুপার মার্কেট, জেলরোড ও স্টেশন রোডে আছে মোবাইল ফোনের আরও কয়েকটি বিশেষায়িত বিপণিবিতান। যেখানে শতাধিক দোকানে শুধু মোবাইল ও এর যন্ত্রাংশ বিক্রি হয়। শহরের অন্যান্য অলিগলি ও বাকি পাঁচ উপজেলায় আছে আরও ৩ শতাধিক মোবাইল ফোন ও সরঞ্জামাদির দোকান। প্রতিটি দোকানের মালিক, বিক্রয় কর্মকর্তা ও টেকনেশিয়ান মিলিয়ে কমপক্ষে তিনজন করে হলেও ২ হাজার মানুষ কর্মরত আছেন। ব্যবসায়ীদের হিসাব মতে ছোট-বড় দোকানগুলোর প্রতিটিতে দিনে কমপক্ষে ২০ হাজার টাকা বিক্রি হলেও পুরো জেলার ৬০০ দোকানে বিক্রির পরিমাণ দাঁড়ায় ১ কোটির বেশি। বিশেষ কিছুদিনে এর পরিমাণ আরও বেড়ে যায়। সুমন হাওলাদার নামে এক ব্যবসায়ী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মোবাইলের চাহিদা অনেক বেড়ে গেছে। প্রতিদিন ক্রেতা আসছেন। বিকিকিনিও ভালো হচ্ছে। মেহেরুন নেছা নামে এক ক্রেতা বলেন, অনেক দোকানে দেখেশুনে ভালো মোবাইল ফোন কিনতে পারছি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, স্মার্ট মোবাইল ফোন কিনতে হলে অবশ্যই ইএমআই নম্বরটি দেখে এবং নিকটস্থ থানায় জানিয়ে কেনা উচিত। সরকারি নিয়ম (বিটিআরসি) অনুসরণ করতে ক্রেতা-বিক্রেতাদের প্রতি অনুরোধ জানায় তিনি। ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে সম্ভাবনার অনেক গল্প থাকলেও কিছু সংকটের কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, আন-অফিসিয়াল ফোনগুলো বিকিকিনির বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিলে প্রকৃত ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। অবৈধ মোবাইল ফোন প্রবেশ ঠেকাতেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ীরা।
শিরোনাম
- ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার আগে ক্যাডার পরিবর্তনের সুযোগ
- ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত
- মোংলা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- সব ধরনের সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা রাশিয়ার
- উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৩
- পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বৈঠক
- নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই : আমীর খসরু
- নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বগুড়া প্রেসক্লাবের
- দালাই লামার উত্তরসূরি নির্ধারণ নিয়ে চীনের দাবির বিরোধিতা ভারতের
- অস্বস্তিকর দৃশ্য মানেই কল বন্ধ, অ্যাপলের ফেসটাইমে যুক্ত হচ্ছে নগ্নতা শনাক্তকারী প্রযুক্তি
- ২০ বছর পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের দাবি আবারও খারিজ করলেন জয়শঙ্কর
- সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত
- এবার ইয়েমেনে হামলার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
- জনগণ সংখ্যানুপাতিকের ভিত্তিতে নয়, দল দেখে ভোট দিতে চায় : প্রিন্স
- বরিশালে শর্ট সার্কিটে দুই দোকান পুড়ল, ক্ষতি ৬ লাখ
- নোয়াখালীতে ড্যাবের মাসব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন
- ডেঙ্গুতে বরিশালে আরও এক নারীর মৃত্যু, ১৫০ নতুন ভর্তি
- শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান
ফেনীতে দৈনিক বিক্রি কোটি টাকার মোবাইল ও সরঞ্জাম
এ খাতে কর্মসংস্থান হয়েছে ২ হাজার মানুষের
সিদ্দিক আল মামুন, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর