কক্সবাজার সমুদ্রসৈকত ও উপকূল রক্ষাকবচ এবং সৌন্দর্য বর্ধনকারী ঝাউবাগান বিলীন হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের ঢেউয়ের তোড়ে উপড়ে পড়ছে এসব ঝাউগাছ। বন বিভাগ জানিয়েছে, ১০ দিনে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে ১০০টি ও উপড়ে গেছে ২০০ ঝাউগাছ। স্থায়ী বাঁধ না হলে ঝাউবাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর রেঞ্জের নাজিরারটেক থেকে শীলখালী পর্যন্ত ১৯৭২-৭৩ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত ৪৮৫ হেক্টর বালিয়াড়িতে ঝাউগাছের চারা রোপণ করা হয়। বর্তমানে সেখানে অর্ধেকের মতো ঝাউগাছ রয়েছে। এ ছাড়া ইনানী, হোয়াক্যং, শীলখালী ও টেকনাফ রেঞ্জের আওতাধীন ঝাউবাগান নিশ্চিহ্ন হওয়ার পথে। তবে হিমছড়ি থেকে নাজিরারটেক পর্যন্ত এলাকায় বিলীন হচ্ছে ঝাউবীথি। সূত্র আরও জানায়, ১৯৯১-৯২ সালে ১২ হেক্টর বালিয়াড়িতে প্রায় ৩০ হাজার চারা রোপণ করা হয়। ১৯৯৬-৯৭ সালে ১১৫ হেক্টর বালিয়াড়িতে রোপণ করা হয় ৩ লক্ষাধিক ঝাউচারা। ১৯৯৭-৯৮ সালে ৪০ হেক্টরে লক্ষাধিক চারা, ১৯৯৮-৯৯ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা, ২০০২-০৩ সালে ৮ হেক্টরে ২০ হাজার চারা, ২০০৩-০৪ সালে ৮৭ হেক্টরে ২ লাখ ১৭ হাজার চারা ও ২০১০-১১ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা রোপণ করা হয়। প্রতি হেক্টরে আড়াই হাজার করে প্রায় ৩০০ হেক্টরে সাড়ে ৭ লক্ষাধিক ঝাউগাছ রোপণ করা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভাঙতে থাকে সৈকতের বালিয়াড়ি। সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের ঢেউয়ের তোড়ে গোড়া থেকে বালি সরে যায়। এতে বিলীন হতে থাকে নয়নাভিরাম ঝাউবাগান। কক্সবাজার রেঞ্জের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমা জানান, স্থায়ী বাঁধ না-থাকায় সমুদ্রসৈকতের কবিতা চত্বর হতে লাবণী পর্যন্ত সাগরপাড় এলাকায় ঝাউগাছ ও সাগরপাড় বিলীন হয়ে যাচ্ছে। স্থায়ী বাঁধ তৈরি না হলে ১-২ বছরের মধ্যে ১৫-২০ ফুট জায়গা বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, ‘জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় বিলীন হতে থাকে ঝাউবাগান।
শিরোনাম
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
বিলীন হচ্ছে সৈকতের ঝাউবাগান
স্থায়ী বাঁধ না থাকায় এ অবস্থা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর