কক্সবাজার সমুদ্রসৈকত ও উপকূল রক্ষাকবচ এবং সৌন্দর্য বর্ধনকারী ঝাউবাগান বিলীন হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও জোয়ারের ঢেউয়ের তোড়ে উপড়ে পড়ছে এসব ঝাউগাছ। বন বিভাগ জানিয়েছে, ১০ দিনে ঢেউয়ের তোড়ে ভেসে গেছে ১০০টি ও উপড়ে গেছে ২০০ ঝাউগাছ। স্থায়ী বাঁধ না হলে ঝাউবাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর রেঞ্জের নাজিরারটেক থেকে শীলখালী পর্যন্ত ১৯৭২-৭৩ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত ৪৮৫ হেক্টর বালিয়াড়িতে ঝাউগাছের চারা রোপণ করা হয়। বর্তমানে সেখানে অর্ধেকের মতো ঝাউগাছ রয়েছে। এ ছাড়া ইনানী, হোয়াক্যং, শীলখালী ও টেকনাফ রেঞ্জের আওতাধীন ঝাউবাগান নিশ্চিহ্ন হওয়ার পথে। তবে হিমছড়ি থেকে নাজিরারটেক পর্যন্ত এলাকায় বিলীন হচ্ছে ঝাউবীথি। সূত্র আরও জানায়, ১৯৯১-৯২ সালে ১২ হেক্টর বালিয়াড়িতে প্রায় ৩০ হাজার চারা রোপণ করা হয়। ১৯৯৬-৯৭ সালে ১১৫ হেক্টর বালিয়াড়িতে রোপণ করা হয় ৩ লক্ষাধিক ঝাউচারা। ১৯৯৭-৯৮ সালে ৪০ হেক্টরে লক্ষাধিক চারা, ১৯৯৮-৯৯ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা, ২০০২-০৩ সালে ৮ হেক্টরে ২০ হাজার চারা, ২০০৩-০৪ সালে ৮৭ হেক্টরে ২ লাখ ১৭ হাজার চারা ও ২০১০-১১ সালে ৫ হেক্টরে সাড়ে ১২ হাজার চারা রোপণ করা হয়। প্রতি হেক্টরে আড়াই হাজার করে প্রায় ৩০০ হেক্টরে সাড়ে ৭ লক্ষাধিক ঝাউগাছ রোপণ করা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভাঙতে থাকে সৈকতের বালিয়াড়ি। সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের ঢেউয়ের তোড়ে গোড়া থেকে বালি সরে যায়। এতে বিলীন হতে থাকে নয়নাভিরাম ঝাউবাগান। কক্সবাজার রেঞ্জের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিংউ মারমা জানান, স্থায়ী বাঁধ না-থাকায় সমুদ্রসৈকতের কবিতা চত্বর হতে লাবণী পর্যন্ত সাগরপাড় এলাকায় ঝাউগাছ ও সাগরপাড় বিলীন হয়ে যাচ্ছে। স্থায়ী বাঁধ তৈরি না হলে ১-২ বছরের মধ্যে ১৫-২০ ফুট জায়গা বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, ‘জোয়ারের সময় ঢেউয়ের ধাক্কায় ঝাউগাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় বিলীন হতে থাকে ঝাউবাগান।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
বিলীন হচ্ছে সৈকতের ঝাউবাগান
স্থায়ী বাঁধ না থাকায় এ অবস্থা
হাসানুর রশীদ, কক্সবাজার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর