শ্মশানের ভিতরে অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় সুমন বিশ্বাস নামে একজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। সদর উপজেলার বদনপুর মহাশ্মশানে গতকাল এ ঘটনা ঘটে। সুমন বদনপুর গ্রামের অজিত বিশ্বাসের ছেলে ও মহাশ্মশানের সভাপতি। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমন জানান, গতকাল দুপুর ১২টার দিকে একটি ছেলে ও একটি মেয়ে শ্মশানের মধ্যে অসামাজিক কার্যকলাপ করছিলেন। তিনি তাদের বাধা দেন। পরে ওই দুজন এলাকার বখাটেদের ডেকে আনেন। তারা এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সদর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, ঘটনা শুনেছি। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।