বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় আমিরুল ইসলাম ভোলা (৪২) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা সান্তাহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। জানা যায়, গত ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনার মামলায় ভোলাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে গতকাল বগুড়া আদালতে পাঠানো হয়েছে।