আগামী ২৪ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় শিবির। ইনজুরিতে ভুগছেন দলের দুই গুরুত্বপূর্ণ পেসার আকাশদ্বীপ ও আর্শদ্বীপ সিং।
প্রতিভাবান ডানহাতি পেসার আকাশদ্বীপ পিঠের চোটে ভুগছেন। ম্যানচেস্টার টেস্টের আগের অনুশীলন সেশনে নেটে বল না করায় তার ফিটনেস নিয়ে শঙ্কা আরও বেড়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আকাশ বেশ কিছুদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন এবং চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এজবাস্টনে সিরিজের একমাত্র জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আকাশ। তবে লর্ডসে দ্বিতীয় ইনিংসের মাঝপথে উরুর ইনজুরিতে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন।
আকাশের পর এবার চোটে পড়েছেন বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিং। অনুশীলনে হাতে চোট পাওয়ায় তিনি পুরোপুরি সুস্থ হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে বলে জানা গেছে। ফলে এই টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই।
আকাশ ও আর্শদ্বীপের চোটের কারণে আপৎকালীন ভিত্তিতে ডাকা হয়েছে তরুণ পেসার আনশুল কামবোজকে। যদি উভয় পেসারই ম্যাচ থেকে ছিটকে যান, তবে আনশুলের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের প্রাথমিক পরিকল্পনা ছিল সিরিজে মাত্র তিনটি টেস্ট খেলবেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু আকাশের ইনজুরির কারণে ম্যানচেস্টারেও তাকে পেস আক্রমণের নেতৃত্ব দিতে হতে পারে।
লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে ২২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। অল-রাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
ভারতের স্কোয়াড (চতুর্থ টেস্ট):
শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমান্যু ঈশ্বরন, করুন নায়ার, নিতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদ্বীপ, আর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব, আনশুল কামবোজ।
বিডি প্রতিদিন/মুসা