গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গাজীপুর ফিড মিল লিমিটেডে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগের আতাউর মার্কেট এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল। রবিবার সকালে গ্রামের বাড়ির স্বজনরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিষয়টি তার অফিসের সহকর্মী ও পরিচিতদের জানানো হয়। তারা ফ্ল্যাটে গিয়ে দরজায় তালা দেখতে পান। সন্দেহ হলে তালা ভেঙে ভেতরে ঢুকে রফিকুলের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এরপর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা