ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। রবিবার (২০ জুলাই) হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় হারে নিশ্চিত হয়ে গেছে তাদের বিদায়। এই জয়ের মাধ্যমে সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচেও জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। আজ ১৪৫ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১৬ বল হাতে রেখে।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অধিনায়ক রাসি ফন ডার ডুসেন। চাপে পড়া দলের হাল ধরে ৫২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তিনি। যদিও শুরুটা ছিল প্রোটিয়াদের জন্য দুঃস্বপ্নের। দলীয় মাত্র ২২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লুহান-ড্রে প্রিটোরিয়াস (৪) ও রিজা হেনড্রিকস (৬)। এরপর তৃতীয় উইকেটে রুবিন হেরম্যানের সঙ্গে ১০৬ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত্তি গড়ে দেন ডুসেন।
জয়ের জন্য যখন প্রয়োজন মাত্র ১৭ রান, ঠিক তখনই হেরম্যান ৬৩ রান করে আউট হয়ে যান। তবে ডুসেন ও দেওয়াল্ড ব্রেভিস মিলে সহজেই ম্যাচ শেষ করেন। ব্রেভিস ১৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে প্রথমে ব্যাট করে ৭ চার ও ৩ ছক্কায় ব্রায়ান বেনেটের ৬১ রানের ইনিংসে ভর করে ১৪৪ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। অপরাজিত থেকে ৩৬ রান করেন রায়ান বার্ল। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন করবিন বস।
এই পরাজয়ে কোনো জয় না নিয়েই সিরিজ শেষ করল স্বাগতিক জিম্বাবুয়ে। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। যদিও প্রোটিয়ারা খেলেছে ৩টি ম্যাচ, কিউইদের ম্যাচ সংখ্যা ২। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই।
বিডি প্রতিদিন/মুসা