মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় রাজৈর উপজেলার ছাগলছিড়া-বৈরাগীর বাজার সড়কের কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মানবিক সেবা ফাউন্ডেশন ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ সেন্টু মিয়া, মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল মাসুমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ‘এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়; এটি আমাদের সমাজব্যবস্থা, নৈতিকতা ও নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমাদের কন্যাশিশুরা আজ নিরাপদ নয়। লামিয়ার মতো একজন নিষ্পাপ শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।’
তারা আরও বলেন, ‘প্রশাসন যদি চিহ্নিত খুনিদের দ্রুত আইনের আওতায় না আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, রাজৈর উপজেলার পাইকপাড়া কাশিমপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে লামিয়া (নবম শ্রেণির ছাত্রী) গত বুধবার (১৬ জুলাই) বিকেলে একটি ফোন কল পাওয়ার পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পরদিন বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা বাড়ির পাশের আবদুল হক মাতুব্বরের পুকুর পাড়ে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/জামশেদ