নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্য নিয়েই রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অনেক দল সংসদের বিভিন্ন আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশনও আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে। ফ্যাসিবাদমুক্ত নতুন পরিবেশে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ঘরে-বাইরে আগ্রহের কমতি নেই। বিশেষ করে নবীন ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবেন অথবা ফ্যাসিস্ট আমলের নির্বাচনগুলোতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা মুক্ত পরিবেশে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষেও বলা হচ্ছে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এ নির্বাচন হবে ঐতিহাসিক। কিন্তু নির্বাচন সামনে রেখে নানান খেলা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর ঘরোয়া বিরোধ সুকৌশলে উসকে দেওয়া হচ্ছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মিত্ররা ইতোমধ্যে নিজেদের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী ভেবে নিয়ে পরস্পরকে বাণবিদ্ধ করতে শুরু করেছে। কোথাও অনাকাঙ্ক্ষিত নৃশংস হানাহানির ঘটনাও ঘটছে। পাশাপাশি কিংস পার্টি এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠরা রাজনীতির ময়দান চষে বেড়াচ্ছেন। এ সময়ও ছোট-বড় নানান ঘটনা-দুর্ঘটনা ঘটছে। নির্বাচন যখন অদূরে, ঠিক তখন দেশের বিভিন্ন স্থানে ঘটে গেছে কিছু বড় নাশকতার ঘটনা। নিঃসন্দেহে এসব পূর্বপরিকল্পিত। এ অবস্থায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি আসন্ন নির্বাচন ও প্রাক-নির্বাচন পরিবেশ নিয়ে সন্দেহ-সংশয় প্রকাশ করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সতর্ক করে বলেছেন, কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তের কারণে যেন চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কি না, সে বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। সরকারের প্রতিশ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে কোনো মতলবি মহল কালক্ষেপণ করতে চাইছে কি না, সে বিষয়েও সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি নেতার মতো দেশের রাজনৈতিক সচেতন মহলও মনে করে, ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগ ও চর্চার কোনো বিকল্প নেই। সুতরাং নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছ ও সাহসী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য সুস্পষ্ট হলে রাজনৈতিক দল ও জনগণ সরকারের পাশে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না। আর ফ্যাসিবাদ পুনর্বাসনের কোনো সুুযোগও পায় না কোনো অপশক্তি।
শিরোনাম
- পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা
- ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
- ফুটবলে সবসময় জেতা যায় না : স্কালোনি
- বোয়ালমারীতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু
- নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মাণের নামে খাল ভরাটের প্রতিবাদ
- হবিগঞ্জে দেড় ডজন মামলার আসামিকে গলা কেটে হত্যা
- গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
- শিশুর সামনে মাকে হত্যা; হয়নি রহস্য উদঘাটন
- ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমদ
- ওজন কমালেই নগদ বোনাস, চীনা কোম্পানির অনন্য উদ্যোগ
- ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ
- ইনার কোরের রহস্য উন্মোচন, কার্বনেই সমাধান পেলেন বিজ্ঞানীরা
- এবার নজর জাকসু, রাত পোহালেই নির্বাচন
- হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়
- কাতারে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা
- পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ
- সহধর্মিনীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
- টানা দ্বিতীয় দিনের অবরোধে ফরিদপুরে দুই মহাসড়ক অচল
- উখিয়ায় অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
- প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ
ফ্যাসিবাদের পুনর্বাসন
রুখতে চাই দ্রুত নির্বাচন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর