ঢাকার কেরানীগঞ্জে ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত শেষ রাতে তরঙ্গ পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা পানি ও বালু ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, বাসটি দুদিন ধরে রাস্তার পাশে রাখা ছিল। ভোররাতে কে বা কারা সেটিতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, ‘তরঙ্গ পরিবহনের সম্প্রতি মালিকানা পরিবর্তন করে স্থানীয় এক বিএনপি নেতা পরিচালনা শুরু করেন। এ নিয়ে পুরনো মালিকপক্ষের সঙ্গে নতুন মালিকপক্ষের বিরোধ চলছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অন্তর্দ্বন্দ্ব থেকেই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’