কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ায় আসাদুর রহমান আসাদ (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসাদ উপজেলার যদুবয়রা স্কুলপাড়ার ইখতার হোসেনের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এতমামপুর গ্রামের আশরাফুলকে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়।
আশরাফুল থানায় অভিযোগ করলে তথ্য ও প্রযুক্তির সাহায্যে সিম কার্ডের মালিক আসাদকে আটক করে পুলিশ। তবে সিম কার্ডটি উদ্ধার করা যায়নি।
আসাদের স্বজনদের দাবি, প্রায় নয় মাস আগে সিম কার্ডটি হারিয়েছেন আসাদ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সিমের মালিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।