টাঙ্গাইলের দেলদুয়ারে ১৩ বছরের শিশুকে ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। বুধবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহমেদ শেরশাহ, এনসিপি নেত্রী ইসরাত জাহান রুমি, সুমাইয়া ইসলাম ইতিসহ স্থানীয় এলাকার লোকজন। বক্তারা বলেন, একজন ধর্ষক কিভাবে ৩ মাসের মাথায় জামিনে আসতে পারে। আমরা ধর্ষক হুমায়ুন কবীরের কঠিন বিচার চাই।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল দেলদুয়ার উপজেলার বর্নী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে হুমায়ুন কবীর(৫৭) জোরপূর্বক ধর্ষন করে। এরপর ঘটনার দুদিন পরে পুলিশ ধর্ষককে আটক করলে আদালত কারাগারে পাঠায়। এরপর তিন মাসের মাথায় জামিনে আসে হুমায়ুন কবীর।
বিডি প্রতিদিন/এএম