টানা ভারী বর্ষণের পর খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহাজন পাড়া এলাকার ভুইত্তা আদামে একটি ভাসমান অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের চোখে পড়ে ঘটনাস্থলের পাশের জলাবদ্ধ অংশে অর্ধগলিত লাশটি। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে মহালছড়ি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের উপস্থিতি লাশটি উদ্ধার করে মহালছড়ি থানায় আনা হয়।
এ সময় ইউএনও বলেন, আমরা চেঙ্গী নদীর পাশেই একটি অজ্ঞাত লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করি,লাশ সনাক্তকরণে চেষ্টা চলমান রয়েছে মহালছড়ি থানার সহযোগিতায়,আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। সম্ভবত এটি পানিতে ভেসে এসে আটকে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এএম