ভোলায় আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ভিকটিমকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে। অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা সিঁধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম ওই নারী জানান, তার স্বামী ভোলার বাইরে থাকেন। মঙ্গলবার রাতে তার দুই সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘরে সিঁধকেটে কামাল হোসেন ও তার এক সহযোগী ঘরে মধ্যে প্রবেশ করে। প্রথমে তাকে মারধর করে। পর হাত পা বেঁধে পাশবিক নির্যাতন করে এবং ভিডিও ধারণ করে। এসময় তার শিশু ছেলে জেগে গেলে ছেলের গলায় দা ঠেকিয়ে ভয় দেখায়। পরে বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেন ওই নারী।
তিনি আরো জানান, স্বামী বাড়ি না থাকায় ঘটনাটি তার বাবার বাড়ির লোকজনকে জানালে তারা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর মডেল থানায় ও পরে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা শেষে বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিন এখন শঙ্কামুক্ত।
ভোলা থানার ওসি মোঃ হাচনাইন পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম