ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি পিকআপভ্যান জব্দ করা হয়। গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জিল্লুর রহমান (২৮) ও হৃদয় মিয়া (২১)। ওসি মো. মামুন রহমান জানান, প্লাস্টিকের বস্তার ভিতর ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।