নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় মৃত্যুদ প্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব-১১-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুলের বাড়ি আড়াইহাজারের বাজবি এলাকায়।