শ্রীপুরে ইজারাদারদের সঙ্গে হকারদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি উপজেলা প্রশাসন থেকে কাজল ফকির নামে এক ব্যক্তি মাওনা চৌরাস্তার ইজারা নেন। ইজারা স্লিপে কোনো ধরনের টাকার পরিমাণ উল্লেখ না করেই দৈনিক হারে কারও কাছ থেকে ৫০০, কারও কাছ থেকে ২০০, ১০০ টাকা আদায় করতেন। তাদের চাহিদামতো টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হকারদের মারধরসহ হুমকি-ধমকি দিতেন। গতকাল হঠাৎ শতাধিক যুবক লাঠি, রামদা হাতে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে ইজারাদার কাজল ফকির জানান, বৃহস্পতিবার রাতে আমার লোকজন খাজনা তুলতে গেলে তাদের মারধর করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়ে থানায় অভিযোগ করি। গতকাল সন্ধ্যায় আবার খাজনা তুলতে গেলে জাহিদের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আমার ১০-১৫ জন আহত হয়েছেন। জাহিদ বলেন, চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীরা বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ সমাবেশ করেছে। এতে ক্ষুব্ধ ইজারাদার বিকালে শতাধিক লোকজন নিয়ে হকারদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১৫-২০ জনের মতো আহত হন। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনার পর পরই শ্রীপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।