কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল শেষ বিকালে নগরীর রানীর দিঘীর পাড়, তালপুকুরপাড়, আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দিয়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সূত্র জানায়, গতকাল বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায়। কলেজটির উচ্চমাধ্যমিক শাখার কান্দিরপাড় এলাকা পার হয়ে দেখা যায় রানীর দিঘীর দক্ষিণপাড়ে ২০০-৩০০ কিশোর হাতে দেশি অস্ত্র নিয়ে ছোটাছুটি করছে। তাদের মধ্যে সামনে নেতৃত্ব দিচ্ছিল আরও অন্তত ১৫-২০টি মোটরবাইক। ওই মোটরবাইকগুলো বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিঘীরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।
নগরীর তালপুকুপরপাড় এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বিকালে ১০০-২০০ ছেলে হাতে ছেনি রামদা চাপাতি নিয়ে আসে। তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বিকাল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেন। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।