নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত দলের সদস্যরা মনসুর (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়ি মজলিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী মনসুর জানান, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ গ্রামের সাকিব (৩৫) তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ বাড়ি মজলিস এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি দেখে ফেললে তারা আমাকে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আমার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে তারা আমাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।’
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এখনো কেউ অভিযোগ দেয়নি। ডাকাত সাকিব একাধিক মামলার আসামি।