গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ ও প্রচার সম্পাদক পদে আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক ইনকিলাবে রাজবাড়ী প্রতিনিধি নজরুল ইসলাম ও সহ সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক জানান, পদ্মাপাড়ের গোয়ালন্দ প্রেসক্লাবের ঐতিহ্য রয়েছে। দেশের অন্যতম নদীবন্দর, দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এখানে রয়েছে। সংগঠনের ঐতিহ্য রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
তারা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক স সভাপতি খান মোহাম্মদ জহুরুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম