২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। একে প্রতি আসনে লড়ছে ৬৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘সি’ ইউনিটের বিজ্ঞানে সাতটি অনুষদে ২৬টি বিভাগের ১ হাজার ৫১৬টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৯৮ হাজার ৮২০ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসন প্রতি লড়ছে প্রায় ৬৫ জন শিক্ষার্থী। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে অনুষ্ঠিত এই পরীক্ষা দেশের পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিগত দিনের মতো শেষ দিনেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম তদারকি চলছে। প্রক্টরিয়াল বডিসহ আইনশৃঙ্খলা ও স্বেচ্ছাসেবীদের অনেক টিম সক্রিয়ভাবে কাজ করছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ