বেড়াতে নিয়ে নয় বছরের শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছার মহিষতারা গ্রামে। শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুলাল উদ্দিন (৪০) নামে একজনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী দুলালের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরও সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের দুলাল উদ্দিন একই এলাকার পরিচিত ওই শিশুকে ঈদের দিন বিকালে তার শ্বশুরবাড়ি বেড়াতে নিয়ে যান। পরে নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে রাতভর ধর্ষণ করেন। পরদিন সকালে মেয়েটিকে ভ্যানে করে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেন। বিষয়টি পরিবারকে জানায় ভিকটিম। পরিবারের লোকজন দুলালকে আটক করতে গেলে কৌশলে পালিয়ে যান তিনি। পুলিশ শিশুকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায়। গতকাল মুক্তাগাছার লেংড়া বাজারের এক বাড়ি থেকে দুলালকে গ্রেপ্তার করে পুলিশ। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িঘরে আগুন দিয়েছে।