জুলাই বিপ্লবে যশোরে শহীদদের পরিবার ও আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুদানের চেক পেয়েছেন ২৫ জন শহীদের পরিবার ও আহত পাঁচজন। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আসাদুজ্জামান, রফিকুল হাসান, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।