কুড়িগ্রামে পৃথক অভিযান চালিয়ে গতকাল ৫ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা করার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন গোপাল চন্দ্র ও আসিফ হোসেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।