পটুয়াখালীর দুমকীতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলার দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরীন গতকাল তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই আসামির বিরুদ্ধে গত ২২ মার্চ আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুমকি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। পুলিশ, আদালত ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাচ্ছিলেন। পথে রাস্তা থেকে তুলে পাশের বাগানে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ধর্ষণের দৃশ্য আসামিরা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২০ মার্চ দুমকি থানায় মামলা করেন ভিকটিম। মামলার পর রাতেই এজাহারভুক্ত সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ গ্রেপ্তার হয় অন্য আসামি সিফাত মুন্সি।