মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-বগুড়া : সকালে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে মুক্তির ফুলবাড়ীতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন প্রমুখ। এ ছাড়া বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ হয়। কুড়িগ্রাম : জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে ফুলেল শুভেচ্ছা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট : জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরসহ রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা জানান। নীলফামারী : রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম, পুলিশ সুপার তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নাটোর : সিংড়ার কলম ও হাতিয়ান্দহ গণকবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং পরে কোর্ট মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ : সকালে ডা. আ আ ম মেসবাউল হক বাচ্চু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাধন গ্রহণ করেন জেলা প্রশাসক আবদুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।