নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত রেজাউল করিম (৫৮) নামে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। থানার ওসি এনায়েত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বছরের শিশু ধর্ষণের ঘটনায় রেজাউল করিমকে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
রেজাউল সম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা। তিনি ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। বাড়ির পাশে তার চা-বিস্কিটের দোকান আছে।
শিশুটির বাবা বলেন, আমার ২ বছরের মেয়েটি বাড়ির উঠানে খেলা করছিল। আমি ব্যবসার কাজে বাইরে যাই। তার মা সাংসারিক কাজে ঘরে ব্যস্ত ছিল। রেজাউল করিম মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে তার চা-বিস্কিটের দোকানে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় পাশের এক মহিলা দোকানে কিছু কিনতে গেলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এবং জানতে চাইলে দোকান থেকে রেজাউল করিম পিছনের দরজা দিয়ে বের করে দেয়।