কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- ওই এলাকার ইউসুফ নবীর মেয়ে রিয়া মনি (১০), মনজুর আলমের মেয়ে মরিয়ম (৯) ও জাফর আলমের মেয়ে তসলিমা (৯)। তারা পরস্পর চাচাতো বোন। ঈদগাঁও থানার ওসি মসিউর রহমান জানান, সোমবার বিকালে জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের তিন শিশু খালে গোসল করতে যায়। সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।