পাবনার ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নাজমুল ফরিদপুর উপজেলা সদরের আবদুল লতিফের ছেলে। জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল প্রাইভেট পড়তে যাওয়ার পথে ফরিদপুর উপজেলা সদরের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে নাজমুল।