মাগুরায় জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। মাগুরার সর্বস্তরের জনগণের ব্যানারে গতকাল এ বিক্ষোভ হয়। এ সময় জয়বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে দুপুরে মিছিল বের হয়ে পৌর কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা করেছে সেই সংগঠনের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা জীবন থাকতে ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করার সুযোগ দেব না।