বরিশালের হিজলা উপজেলায় জেলেদের মাঝে বিতরণের ৩০টি স্লিপ ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা। দুই দিন আগে ছিনিয়ে নেওয়া স্লিপ গতকাল পর্যন্ত ফেরত দেওয়া হয়নি।
ইউপি সদস্য কালাম বেপারী বলেন, জাটকা শিকার নিষিদ্ধ সময়ের জন্য জেলেদের প্রতি মাসে এক মণ করে চাল দেয় সরকার। দুই মাসের দুই মণ করে চাল দেওয়ার জন্য জেলেদের মাঝে তালিকা অনুযায়ী স্লিপ তৈরি করে বিতরণ করা হয়। দুই দিন আগে গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহে আলম বেপারী কাউরিয়া বন্দরে তার মুদি দোকানে এসে ৩০টি স্লিপ নিয়ে গেছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করার হুমকি দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, জেলেদের মাঝে বিতরণের স্লিপ নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের জানালে তারা স্লিপ ফেরত দিয়েছে বলে শুনেছি। এখনো যদি ফেরত না দেয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মো. শাহে আলম বেপারীর মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে।