নওগাঁর মান্দায় হাসিনার স্লোগান লেখা ভিজিএফে চালের বস্তা বিতরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে। এ ঘটনায় সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান দেখা যায়। এমন কর্মকাে র জন্য স্থানীয়রা খাদ্য পরিদর্শক এমরানকে দায়ী করেছেন। জানা যায়, উপজেলার প্রসাদপুরে ২ হাজার ছয়জন, বিষ্ণুপুরে ১ হাজার ৮৫২ জন ও কাঁশোপাড়া ইউনিয়নে ২ হজার ৪৪ জন অসহায় ও দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু খাদ্যগুদাম থেকে পাঠানো ৩০ কেজি ওজনের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান দেখা যায়। উপজেলা খাদ্য কর্মকর্তা এমরান বলেন, ‘আমার কোনো বক্তব্য নেই, আপনারা যা পেয়েছেন সেটা লিখতে পারেন।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।