দেড় বছর ধরে ভেঙে পড়ে থাকা দিনাজপুরে ফুলবাড়ীর খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে চলাচলের সেতুটি সংস্কার করে সচল করা হয়েছে। এ সেতু দিয়ে দুইটি ইউনয়নের ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। জনদুর্ভোগের কথা ভেবে ব্রিজটি সংস্কার উদ্যোগ নেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ১০ গ্রামের বাসিন্দা এখানে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছন।
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর সেতুটি ভেঙে পড়ায় দৌলতপুর ও খয়েরবাড়ী ইউনিয়নের সংযোগ সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বারাইপাড়া, মহদিপুর, জয়নগর, গড়পিংলাই, ঘোনাপাড়া, লক্ষ্মীপুর, খয়েরবাড়ী, বেতদীঘি, দৌলতপুরসহ ১০ গ্রামের মানুষ। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, দেড় বছর আগে বর্ষার পানির স্রোতে বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়ে দুইটি ইউপির ১০ গ্রামের ২০ হাজার মানুষ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ সাপেক্ষে সংস্কারে কাজ করেছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকা সেতুটি সংস্কার না করায় চলাচলের চরম ভোগান্তি হতো।