গাজীপুরে ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে কারখানার অভ্যন্তরে এ কর্মবিরতি শুরু করেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকার স্বাধীন গার্মেন্ট লিমিটেডের (আলিফ গ্রুপ) শ্রমিকরা। বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি শেষে তারা যার যার বাসায় ফিরে যান।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।