পিরোজপুরের সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামলা রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুজ্জামান বাদী হয়ে মামলা দুটি করেন। পিরোজপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। মুজিবুর রহমান ও তার স্ত্রী সালমা রহমানের সব অবৈধ সম্পদ বিষয়ে তদন্ত শেষে প্রধান কার্যালয়ের নির্দেশে এ মামলা দুটি দায়ের করা হয়েছে।