যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকাল ৭টা থেকে পাথর তোলা শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সব শিফটের শ্রমিকরা। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। এদিকে উত্তোলিত পাথর বিক্রির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, জানান-সংশ্লিষ্টরা। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে বুধবার প্রথম শিফট থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। এ ছাড়া পাথর বিক্রি বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে পাথর বিক্রি করা হয়েছে ১ লাখ ২২ হাজার টন। এরই মধ্যে বিক্রির বিষয়ে রেলওয়ের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া নদী শাসনে বোল্ডার পাথর বিক্রির প্রক্রিয়ায় রয়েছে।
খনি সূত্রে জানা যায়, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়। বর্তমানে খনির বিভিন্ন ইয়ার্ডে বিভিন্ন সাইজের প্রায় ১১ লাখ টন পাথর মজুদ আছে।