নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার এক কিশোরী ও শিশুকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। এর আগে সোমবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ বছরের ভিকটিমকে টাঙ্গাইলের মির্জাপুর এবং ১৩ বছরের ভিকটিমকে চাঁদপুরের কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। পিবিআই জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর শিমরাইল এলাকা থেকে ১৭ বছরের কিশোরী ও ২৭ ফেব্রুয়ারি উত্তর সাহেবপাড়া এলাকা থেকে অপহরণের শিকার হয় ১৩ বছরের এক শিশু।