গাজীপুর প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক আবদুল গাফফারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বিক্ষোভ মানববন্ধন হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সাংবাদিকরা তিন দিনের আলটিমেটাম দেন। বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণই নয়, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা।